শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৯, ২০২৪ by

নাচোলে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. বিউটি বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুল রহমান বিপ্লব, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মাইনুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রওশন আরা সুচি।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৯ হাজার ১৪৪ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পরে একই স্থানে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাতৃত্বকালীন সমস্যার পাশাপাশি যক্ষ্মা, টিবিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।

About The Author

শেয়ার করুন