বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৮, ২০২৫ by

নাচোলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলামকে অপসারণ, তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টায় এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন ডালিম তার বক্তব্যে বলেন- ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার বেশ কিছু দিন পর বাইরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় নিয়ম মেনে বাইরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। তিনি ১৫ বছর যাবৎ সে দায়িত্ব পালনকালে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুলের শিক্ষার মান ধ্বংসের তলানিতে নিয়ে গেছেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রাক্তন ছাত্র মানিক হোসেন, নূরুল ইসলাম মাস্টার, তোহরুজ্জামান তুষার, জাহিদুর রহমান ও আবু সায়েম।
মানববন্ধন শেষে অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রদান করেন।
এদিকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা জানান, বিদ্যালয়টিকে সকল ধরনের ঝঞ্ঝাটমুক্ত এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হবে। তিনি এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনের সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্রথমবার ধরেননি। পরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

About The Author

শেয়ার করুন