Last Updated on ফেব্রুয়ারি ২৮, ২০২৫ by
নাচোলে বিনামূল্যে চিকিৎসা পেলেন কয়েকশ দুস্থ মানুষ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে মেসার্স হাবিব ট্রেডার্সের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক দুস্থকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার নেজামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেন ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। তাদের মধ্যে ছিলেন— ডা. শাকিব মাহমুদ, ডা. আশিকুজ্জামান, ডা. সালিহা মাহজাবীন অবন্তী, ডা. এ এস এম সাদমান শাকিব আলভী, ডা. মোহাম্মদ রাকিব নিহাল আবীর।
মেসার্স হাবিব ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান বলেন, নেজামপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেই নেজামপুর বাজার সংলগ্ন আলিম মাদ্রাসায় এই আয়োজন করা হয়েছে। মেসার্স হাবিব ট্রেডার্সের পক্ষ থেকে আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো যায় আল্লাহতাআলার কাছে এই দোয়া করি।