শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by

নাচোলে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলার কসবা ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশনের (এস এস ইয়ার) মো. সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. তাজাম্মল হক, গোলাবাড়ী দাখিল মাদরাসার সুপার মো. শরিফুল ইসলাম।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

About The Author

শেয়ার করুন