দৈনিক গৌড় বাংলা

নাচোলে বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত স্থানীয় সরকার (জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ) জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রতিহত করার কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ দুটি দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে স্লোগান দেন তারা।
নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইয়াসমিন লিপি এবং নাচোল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালুর অপসারণের দাবি করেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর একটি দল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইয়াসমিন লিপি এবং পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর অপসারণ ও অফিসে না ঢুকতে দেয়ার দাবি করেন। একই সঙ্গে পুনর্নির্বাচন অথবা প্রশাসন কর্তৃক ওইসব প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানান তারা। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি নাচোল বাসস্ট্যান্ড চত্বরে পথসভায় মিলিত হয়। বিএনপির সাবেক পৌর সেক্রেটারি দুরুল হোদার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেনÑ বিএনপি নেতা নূর কামাল, যুবদলের সভাপতি আশীক মাহমুদ, ছাত্রদল নেতা মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন, পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম, পৌর আমির মনিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম।

About The Author