নাচোলে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

71

NACHOLE )07-3-16 (Small)

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির একাংশের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।  সোমবার বিকেলে নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির একাংশের কর্মী সভা অনুিষ্ঠত হয়। জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল আলমের সভাপতিত্বে তৃণমুল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। অন্যানের মধ্যে বক্তব্য দেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আরশাদ আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউপি সদস্য শাহজাহান আলী, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা টিপু সুলতান, আব্দুর রহিম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করেন এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।