Last Updated on জুন ২৩, ২০২৫ by
নাচোলে বিএডিসি ২ সার ডিলারকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসি সার ডিলার ইব্রাহিম ট্রেডার্স ও খুচরা সার ডিলার তৈমুর অ্যান্ড ব্রাদার্সকে রাসায়নিক সার পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার টাকা জরিমানাসহ ৪০ বস্তা ডিএপি সার জব্দ করেছেন।
সোমবার একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসার ভ্রাম্যমাণ টিমের সদস্যদের সঙ্গে নিয়ে নাচোল বাজার থেকে পার্শ্ববর্তী উপজেলায় অভিযান চালান। এসময় ২০ বস্তা করে মোট ৪০ বস্তা ডিএপি সার ভ্যানযোগে পাচারের অভিযোগে আটক করা হয় এবং ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে ৪০ বস্তা ডিএপি সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, নাচোল উপজেলার ভেরেন্ডী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় সেনাবাহিনীর সদস্যসহ নাচোল থানা পুলিশ উপস্থিত ছিলেন।