নাচোলে বাড়িবাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিলেন বিশ্¦বিদ্যালয়ের শিক্ষার্থীরা

155

নাচোল প্রতিনিধি : ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৫০টি গ্রামের দুই শ চৌদ্দটি দুস্থ পরিবারের মাঝে বাড়িবাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নাচোলের স্বেচ্ছাসেবী সংগঠন ইফেকটিভ লিডারসিপ সোসাইটি (ইএলএস) এর ব্যানারে শুক্রবার (২২ মে) তৃতীয় দফায় এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। যার মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি আটা, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, ও সেমাই এক প্যাকেট। সংগঠনটি এর আগে দু’দফায় দুইশ দুইটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এ সংকটে একহাজার পরিবারে খাবার পৌঁছে দেওয়ার ইচ্ছা পোষণ করেন সংগঠটির সভাপতি প্রকৌশলী আহম্মেদ আশিফ আখতার মন্জু। ইএলএস’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মো. আজিজুর রহমান সকল ইএলএস সদস্য, দাতা, শুভাকাঙ্খী ও মানবতাবাদীদেরকে ধন্যবাদ জানিয়ে সংগঠনটির কর্মকাণ্ড প্রসারে দাতা এবং শুভানুধ্যায়ীদের নিকট অব্যহতভাবে আরও সহযোগিতা কামনা করেছেন।