Last Updated on নভেম্বর ১৬, ২০২৪ by
নাচোলে বাল্য বিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে সংলাপ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে ও নারী-শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাচোল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সংলাপে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল আলম, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, এসআইএল’র প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু অ্যালবার্ট, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নাচোল উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
সংলাপে আদিবাসী নারী-পুরুষরা বাল্যবিয়েকে না বলেন। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
বক্তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বাল্যবিয়ে না দিতে আদিবাসীসহ সকলের প্রতি আহ্বান জানান।