নাচোলে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সভা

15

বাল্যবিয়ে ও মাদকের কারণে দেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয় তেমনি নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়। আর তাই বাল্যবিয়ে রোধ ও মাদক প্রতিরোধ করতে জেলা ও উপজেলা প্রশাসন জনসচেতনতায় কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বুধবার চাঁপাইনাবগঞ্জের নচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে নিরোধ ও মাদক প্রতিরোধে নাচোল মহিলা কলেজে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও উপাধ্যক্ষ আশীষ চক্রবর্তী, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান, নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার গোলাম মোস্তফাসহ অন্যরা।
বক্তারা বাল্যবিয়ে ও মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।