শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জানুয়ারি ২০, ২০২৫ by

নাচোলে বাল্যবিয়েকে লাল কার্ড শ্রোতা ক্লাবের সদস্যদের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে রেডিও মহানন্দার শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ফতেপুরের খলশী নতুনটোলা, বরিয়া, চড়কতলা ও গোসাইবাড়ি গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা।
রেডিও মহানন্দা আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মিজানুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা।
এ সময় শ্রোতা ক্লাবের সদস্যরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এর আগে গত রবিবারও নেজামপুরে শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আয়োজনে সহায়তা করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ নেজামপুরের ব্যবস্থাপক শিবলী আকতার। এসময় শ্রোতা ক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।

About The Author

শেয়ার করুন