চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইএফএমসি(সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট)’র বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার সত্যেন কুমারের সভাপতিত্বে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট(আইএফএমসি) প্রকল্পের কৃষক সংগঠনের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্পসারণ বিভাগের উপ-পরিচালক সাজদার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি ও ভাইসচেয়ারম্যান মজিবুর রহমান, জেলা মার্কেটিং অফিসার নূরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার সুনিল মন্ডল, প্রাণীসম্পদ অফিসার শফিকুল আলম, সমাজসেবা অফিসার জিয়াউর রহমান ও মহিলা বিষয়ক অফিসার শিরিন আখতার। এসময় উপস্থিত ছিলেন, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট(আইএফএমসি)’র সিডিও আব্দুল আলিম ও এসিডিও মিনারা পারভীন। বাজার সংযোগ বিষয়ক কর্মশালায় উপজেলার গুঠইল আইপিএম ক্লাবের ১৫জন সদস্য, ধান ব্যবসায়ী(আড়ৎদার), বিএডিসি’র তালিকাভূক্ত বীজ, সার ও কীটনাশক ডিলার এবং সাধারণ ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষক, ব্যবসায়ী ও জনসাধারণকে আন্তঃসংযোগ বিষয়ে সম্যক ধারনা দেয়া হয়।