নাচোলে বাইকের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেলের (বাইক) ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কাচারী দামপুরা এলাকার মৃত আফাতুল্লাহর ছেলে জান্নাতুল তারাচাঁন (৫০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাতে নাচোল উপজেলার গনইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন জান্নাতুল তারাচাঁন। তিনি নাচোল-ধানসুরা আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে মারা যান তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।