Last Updated on সেপ্টেম্বর ১২, ২০২৪ by
নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলিশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়।
ডাসকো ফাউন্ডেশনের দুর্যোগ ভলান্টিয়ার ও সিএসইও সদস্যদের আয়োজনে রোপণকালে উপস্থিত ছিলেনÑ ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক সাবের আহমেদ ও মোহাম্মদ আলী, মহিলা সদস্য ইসমত আরা ও মোসাম্মৎ তোহরা খাতুন।