নাচোলে বজ্রপাত রোধে তালগাছের চারা রোপণ

9

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে ৪০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে নাচোল উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব চারা রোপণ করা হয়।
রবিবার সকাল ১০টায় নেজামপুর ইউনিয়নের ইসলামপুর সড়কের মোমিনপাড়া থেকে ইসলামপুর পর্যন্ত কাঁচা রাস্তার দুই পাশে ৪০০ তালগাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেনÑ নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ময়েন উদ্দিন নূর।
কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, ইসলামপুর গ্রামের দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে তালগাছের চারা রোপণ করা হয়েছে। এই চারাগুলো গরু-ছাগল থেকে রক্ষায় বাঁশের খাঁচাসহ খুঁটি দিয়ে সংরক্ষণ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বজ্রপাত থেকে রক্ষায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার গ্রামীণ পাকা ও কাঁচা সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এই গাছগুলো স্থানীয়দের সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হবে। তালগাছ বড় হলে একদিকে এলাকায় বজ্রপাত রোধে ভূমিকা রাখবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। একই সঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপ্টাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে।
নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক বলেন, নেজামপুর ইউনিয়নের গ্রামের পাকা ও কাঁচা সড়কের দুই পাশে কৃষি অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে তালগাছের চারা রোপণ করায় আমরা খুশি। এই গাছগুলো বড় হলে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পাবে সেই সঙ্গে তাল গাছ থেকে জ্বালানি খড়ি, তাল ও রস পাবে। এর ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব, পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।