বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২, ২০২৪ by

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
পরে উপজেলা নীর্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোসারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা করা হয়।

About The Author

শেয়ার করুন