Last Updated on জুন ১২, ২০২৫ by
নাচোলে ফলের সঙ্গে শত্রুতা : রাতের আঁধারে নষ্ট করা হয়েছে বারি-৪ আম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতের আঁধারে অপরিপক্ব বারি-৪ আম ও দুটি কলা গাছের কাঁচকলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আমচাষি। এ ঘটনায় নাচোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বাগানমালিক জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের আবু মোস্তফার ছেলে কামরুজ্জামান নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুরে ২০ বিঘা জমিতে আম, পেয়ারা, কলাসহ বিভিন্ন ফলের চাষ করে আসছেন। গত বুধবার গভীর রাতে কে বা কারা প্রায় ১৩০টি বারি-৪ গাছ থেকে অপরিপক্ব আম এবং দুটি কলাগাছের কাঁচকলা কেটে বাগানেই ফেলে রেখে চলে যায়।
বাগানমালিক কামরুজ্জামান জানান, এ ঘটনায় তার দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
বাগান শ্রমিক কামাল উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করার জন্য গেলে দেখতে পাই অনেক আম গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসময় বাগানমালিককে খবর দিলে তিনি এসে ঘটনাস্থল দেখার পর থানায় অভিযোগ দায়ের করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।