চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত উন্মুক্ত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে পর্যালোচনা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজেট পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান ইসরাইল হক।
এ সময় উপস্থিত ছিলেন, টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নটবর চন্দ্র বর্মন, প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য আবদুল হাই, আব্দুস সাত্তার, আজিজুর রহমান, নাচোল পরিবেশ রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মতিউর রহমানসহ অন্যরা।
সভায় সচিব রবিউল ইসলাম জানান, গত ২০ মে সীমিত পরিসরে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ বাজেটের বিভিন্ন দিক নিয়ে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ২২ হাজার ৫৯২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা। যোগাযোগ খাতে সবচেয়ে বেশি ৬০ লাখ ৫০ হাজার টাকার বাজেট ধরা হয়েছে বলে জানান তিনি।