নাচোলে প্রয়াসের স্যাটেলাইট ক্লিনিক

6

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য খাতের আওতায় অসহায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থসেবা প্রদানের লক্ষে চক্ষুবিষয়ক স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়।
বুধবার অনুষ্ঠিত এই স্যাটেলাইট ক্লিনিকে চক্ষু রোগীদের সেবা প্রদান করেন- রহনপুর আই কেয়ার সেন্টারের চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম। সহযোগী চিকিৎসক ছিলেন- জামান আই কেয়ার হাসাপাতালের মেডিকেল অ্যাসিস্টেন্ট ডা. সজল।
এসময় সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জল হোসেনসহ প্রয়াসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত অসহায় পরিবারের রোগীদের এই সেবা প্রদান করা হয়। এতে ৩৫ জন অসহায় রোগী সেবা গ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।