নাচোলে প্রয়াসের মৎস্য সেবা ও পরামর্শ প্রদান

5

চাঁপাইনবাবগঞ্জে কৃষিখাতকে এগিয়ে নিতে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষিখাতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। সঠিক পদ্ধতিতে মৎস্য চাষ করে কৃষকরা যাতে উপকৃত হতে পারে সেজন্য কৃষকদের জন্য পরামর্শও দেয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সোমবার মৎস্য সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় কৃষকদের পরামর্শ প্রদান করেন আমনুরা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আমানুল্লাহ খান।
এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের ইউনিট-১৫ ব্যবস্থাপক কাওসার আলী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যরা।
এতে নাচোল ইউনিটের ৪০ জন সদস্য অংশ্রগহণ করেন। এসময় তাদের পুকুরের পানি পরীক্ষা ও মাছ চাষের জন্য সেবামূলক পরামর্শ প্রদান করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।