সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২২, ২০২৫ by

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ

নাচোলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নওগাঁ জোনের (গোমস্তাপুর, পোড়শা ও মহাদেবপুর অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াসের ইউনিট-২২ নেজামপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন