নাচোলে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

19

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা দিয়েছে স্টার সোসাইটি। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে স্টার সোসাইটির প্রধান কার্যালয়ে প্রতিবন্ধীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. টুকু আলী, স্টার সোসাইটির সভাপতি মো. মেসবাউল হক, নির্বাহী পরিচালক মো. মোসাল্লিন, পরিচালক মো. নাহিদ আখতারসহ সোসাইটির বিভিন্ন শাখার ম্যানেজার ও মাঠকর্মীরা।