নাচোলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

21

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও নারী-পুরুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হক।
সহায়ক উপকরণের মধ্যে ছিল হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হিয়ারিং এইড, অক্সিলারি ক্র্যাচ, চাইল্ড হুইল চেয়ার, কর্নার চেয়ার, ফোল্ডিং ওয়াকার ও টয়লেট চেয়ার।