চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবিবার বেলা ১১টায় বিআরডিবি হলরুমে প্রকল্প অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ ও ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘স্ববল প্রকল্প’টি এসেডো বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনে সভাপতি নুরুল ইসলাম বাবু।
সূচনা বক্তব্য দেন- এসেডো’র নির্বাহী পরিচালক মো. রবিউল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসেডোর ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আজাহার আলী।