বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২১, ২০২৫ by

নাচোলে প্রকল্পের অবহিতকরণ সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তাহের।
আলোচক ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম।
এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, থানার এসআই আলমগীর হোসেন, সমাজসেবা অফিস সহকারী আরিফুল ইসলামসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা অংশগ্রহণ করেন।
দেশের ১৫০টি উপজেলায় ১০টি ক্যাটাগরির প্রান্তিক পেশাজীবী কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশিকাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকজযন্ত্র ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবনমান উন্নয়নে (২য় ফেইজ) কাজ চলমান রয়েছে বলে সেমিনারে জানানো হয়।

About The Author

শেয়ার করুন