দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাচোলে পূর্বশত্রুতার জেরে এক শিক্ষার্থীর মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্বশত্রুতার জের ধরে ইসমাইল হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থী নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মৃতের বাবা ও মা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে রাতে তাকে অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি। আজ  বৃহস্পতিবার সকালে আবার খোঁজাখুঁজির সময় পীরপুর হাট চাতালে ছেলের চোখ উপড়ানো অবস্থায় মৃতদেহ দেখতে পান।
এসময় তাদের কান্নায় স্থানীয়রা জানতে পারে। পরে এলাকার গ্রামপুলিশের মাধ্যমে মৃতদেহ থানায় পৌঁছানো হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ইসমাইলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত ইসমাইলের মাথায় আঘাতের চিহ্নসহ তার ডান চোখ উপড়ানো ছিল। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা হয়েছে।

About The Author