চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত মালিকদের পরিবার নিয়ে পথে বসার জোগাড় হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নাচোল ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মেহেদি হাসান জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ৩ লাখ টাকার ক্ষতি নির্ণয় করা হয়েছে।
ফায়ার ফাইটার মেহেদি হাসান আরো বলেন, জাহিদুল ইসলাম নামের এক মালিকানাধীন মুদি দোকান জাহিদ স্টোরে মুদি পণ্যের পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারও ছিল। এছাড়া খইবর রহমানের মালিকানাধীন মণ্ডল ট্রেডার্সের একটি গুদাম ঘরে সরিষা গুদামজাত করা ছিল এবং পারভেজ মোশারফের পোল্ট্রি ফিডের দোকানে পোল্ট্রির খাবার ছিল।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা নির্ণয় করলেও কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।