Last Updated on মে ২৪, ২০২৪ by
নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ডুবে লামিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া লামিয়া রাজশাহী কোর্ট এলাকার আরিফুল ইসলামের মেয়ে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লামিয়া কাজলা গ্রামে নানা বাড়িতে থাকত। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে সবার অগোচরে খেলতে খেলতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।