বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৪, ২০২৫ by

নাচোলে পার্টনার কংগ্রেস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে নাচোল উপজেলা কৃষি অফিস।
কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। সঞ্চালক ছিলেন— উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর। সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম।
নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শোনান নাচোলের সফল আম উদ্যোক্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
কংগ্রেসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন