চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সোমবার তিনি নাচোল সফরকালে নাচোল থানা পরিদর্শন করেন।
পরে তিনি নাচোল উপজেলার গোপালপুর পাখিপল্লী ইকোপার্ক উদ্বোধন করেন। তিনি নাচোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ১০ জনের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।
এর মধ্যে প্রথম হতে পঞ্চম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা করে ১ লাখ ৪৪ হাজার টাকা, ষষ্ঠ হতে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা এবং একাদশ হতে দ্বাদশ শ্রেণির ১০ জনকে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ৯৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।