নাচোলে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

14

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে অবহিতকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নাচোল সাব-জোনাল পল্লী বিদ্যুতের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঘুষ, দালাল ও দুর্নীতি বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি প্রচার ও বাস্তবায়ন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের শাস্তি সম্পর্কে অবহিত, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, ৫০ কিলোওয়াট পর্যন্ত সেচ সংযোগ ব্যতীত যে কোনো সংযোগে ট্রান্সফরমার (এক্সেসরিজসহ) বিনামূল্যে সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আবুল মোড়লের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নাচোল পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ম্যানেজার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ইন্সপেক্টর আশরাফুল হক, অফিসার রফিকুল ইসলাম, মিটার রিডার আব্দুল মজিদ, ফতেপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য মাহাফুজুর রহমান মর্তুজা, পল্লী চিকিৎসক শাজাহান আলী প্রমুখ।
নাচোল পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি গ্রাহকের প্রাপ্য সেবা নিশ্চিত করতে নাচোল জোনাল অফিসের পক্ষ থেকে স্বচ্ছতার ভিত্তিতে গ্রাহক সেবাসহ সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছে। কোনো গ্রাহক যদি বিল সংক্রান্ত বিষয় নিয়ে হয়রানির শিকার হয় তাহলে ওই গ্রাহকের যাবতীয় খরচ অফিস বহন করবে বলে উঠান বৈঠকে গ্রাহকদের অবহিত করা হয়।