৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে নাচোলে ছাত্রলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সোমবার দুপুর ১টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ছাত্রলীগ এ পথসভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
এসময় উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে ভোটারদের ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।