চাঁপাইনবাবগঞ্জের নাচোল হাটে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন, উপজেলার কসবা ইউনিয়নের কালইর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. দুরুল (৪৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল হাটে মা ইলিশ মাছ বিক্রির সন্ধানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা ইলিশ বিক্রির দেখা পাওয়া না গেলেও দুরুলকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করতে দেখে মাছ জব্দসহ তাকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা নিষিদ্ধ মাগুর মাছ বিক্রির অপরাধে দুরুলকে ১ হাজার অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, সহকারী কর্মকর্তা আনোয়ার আলী, ক্ষেত্র সহকারী মজিবুর রহমান, আপেল আলীসহ অন্যরা।
পরে জব্দকৃত মাগুর মাছ একটি মাদরাসায় দান করা হয়।