Last Updated on মে ১৫, ২০২৫ by
নাচোলে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অুনষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন- প্রোগ্রামার অর্গানাইজার বুলবুল আহমেদ, মিজানুর রহমান, ফোরাম সদস্য মনিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
কর্মশালায় বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।