চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি প্রাচীন সরকারি তেঁতুল গাছ ‘নিজেদের’ বলে কাটার চেষ্টা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। গাছের কেটে ফেলা ডালপালা জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাচোল পৌর এলাকার বাজারপাড়া মহল্লায়।
জানা গেছে, নাচোল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাজারপাড়া মহল্লায় নাচোল মৌজার ১০৪৯ নং দাগে অবস্থিত তেঁতুল গাছটি প্রায় শত বছরের পুরনো বলে ধারণা স্থানীয়দের। গত বুধবার বিকেলে হঠাৎ করে তেঁতুল গাছটি পার্শ্ববতী মৃত শওকত আলীর ওয়ারিশগণ কাটা শুরু করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। বিষয়টি জানতে পেরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা তাৎক্ষণিক ভূমি অফিসের তহশীলদার ও সার্ভেয়ারকে নিয়ে সরজমিনে গিয়ে গাছ কাটা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে গাছ কাটা বন্ধসহ কেটে নেয়া ডালপালাগুলো জব্দ করা হয়।
তবে গাছ কাটার সাথে জড়িত মৃত শওকত আলীর ছেলে বানী ইসরাইলসহ অন্যরা জানান, ১৯৯১ সালে নাচোল মৌজার ১০৪৯ নং দাগে ১২ শতক জমি বন্দোবস্ত নেন তার পিতা। ওই বন্দোবস্তকৃত জমিতেই এ তেঁতুল গাছটি অবস্থিত। তারা বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কায় জমির মালিকানা স্বত্ব অনুযায়ী তারা তেঁতুল গাছটি কাটছিলেন বলে জানান।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সরকারি জমি বন্দোবস্ত প্রদান করা হলেও প্রায় শত বছরের এ তেঁতুল গাছটি বন্দোবস্তের আওতার বাইরে থাকায় এটি সরকারি সম্পত্তি। তিনি আরো জানান, যেহেতু গাছটির কিছু অংশ কেটে ফেলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তাই প্রশাসনের তত্ত্বাবধানে এটি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।