নাচোলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

6

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকোর ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাচোল বিআরডিবি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। রাজবাড়ি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক হুমায়ন কবির এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ।
সংলাপে অন্যানের মধ্যে বক্তব্য দেন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. এনামুল হক, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিক, নারী নেত্রী রঞ্জনা বর্মন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডাসকো যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী রুহুল আমিন। এ সংলাপে স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়া, বাল্য বিয়ে রোধ ও শিক্ষার্থীদের নানা সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কিকি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।