Last Updated on নভেম্বর ১৬, ২০২৪ by
নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসীদের মিলনমেলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে আলোচনা সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নাচোল সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই মিলনমেলা অনুুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলÑ সকালে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
আদিবাসী প্রতিনিধি শ্যামল মাহাতোর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল আলম, এসআইএল’র প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু অ্যালবার্ট, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু।
এর আগে সকালে অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান আলোচক ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন।
উইকলিফ সুইজারল্যান্ড’র অর্থায়নে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র বাস্তাবায়নে এসব কর্মসূচির আয়োজন করে নাচোল উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।