নাচোলে নকল ও ভেজাল কৃষিপণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা

27

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নকল ও ভেজাল কৃষিপণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিস এই আলোচনা সভার আয়োজন করে।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিবেশক নুরুল আমিনের সভাপতিত্বে ও এরিয়া সেলস ম্যানেজার আরিফুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- নাচোল উপজেলা কৃষি অফিসার মো. সলেহ্ আকরাম। প্রধান বক্তা ছিলেন- কোম্পানির প্রোডাক্ট সিকিউরিটি ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য দেন- সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিবেশক বদিউজ্জামান।
সভায় কৃষি অফিস ও সিনজেনটার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নাচোল উপজেলার বিসিআইসি ও বিএডিসির ডিলারসহ খুচরা কীটনাশক ব্যবসায়ী এবং কৃষকদেরকে নকল ও ভেজাল পণ্য ব্যবহারের ক্ষতির দিক উল্লেখ করে সচেতনতার বিষয়ে আলোচনা করা হয়।