Last Updated on আগস্ট ১২, ২০২৪ by
নাচোলে দুর্বৃত্তরা কেটে ফেলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের আমগাছ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর কলেজের ৯টি আম ও ২টি নারকেল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার বিকেলের দিকে দুর্বৃত্তরা কলেজ চত্বরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে সাবাড় করে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।