
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পাঠশালা একাডেমী চত্বর থেকে একটি র্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ, কমিটির সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক একরামুল হক, রবিঊল ইসলাম, মাওলনা সাইফুল ইসলাম, নাচোল পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও সেক্রেটারী মতিউর রহমান প্রমুখ।