নাচোলে তালগাছের বীজ রোপণের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তালগাছের বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১ হাজার ১০০টি তাল বীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ ডাসকোর প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষার জন্যই ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের আওতায় ‘নাগরিক সমাজ’ সংগঠনের সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করেন।