চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দক্ষিণ সাঁকোপাড়া এলাকায় ট্রাকে চাপা পড়ে ইমরুল আলী (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার ৩নং নাচোল ইউনিয়নের চন্দ্রাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, সোনামসজিদ থেকে ছেড়ে আসা কয়লাপাথর বোঝাই ঢাকামেট্্েরা-১১-৬১২০নম্বরের একটি ট্রাক সাইকেল আরোহী ইমরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সে এ ঘটনায় পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।
জানা গেছে, নিহত ইমরুল আমনুরা সুতলী মিলের অনীয়মিত শ্রমিক। বেতনের টাকা উত্তোলনের জন্য তার এক ভাইসহ এলাকার আরও কয়েকজন সহকর্মীর সাথে আমনুরা সুতলী মিলে যাচ্ছিলেন। নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জুবায়ের আহম্মেদ আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী সামেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।