চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
বুধবার সকাল ১০ নাচোল ডাকবাংলোয় তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দ্বাদশ নির্বাচন, সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।