চাঁপাইনবাবগঞ্জে নাচোল পৌরসভার ডাক বাংলা হতে বাসস্ট্যান্ড, মধ্য বাজার, মমিন পাড়া মোড়, ইসলামপুর মোড়, উপজেলা পরিষদ মোড়, রেল স্টেশন, নাচোল সরকারি কলেজ ও নাচোল মহিলা কলেজে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি।
মঙ্গলবার সকাল ১০টা থেকে তিনি এসব স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ বর্তমান সরকারের আমলে মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে, খাবার পানি সরবরাহ, স্কুল মাদ্রাসার ভবন নির্মাণ, বিদ্যুৎ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীভাতা, আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামসহ উন্নয়ন মুলক কর্মকা- তুলে ধরেন এবং উন্নয়ন সংবলিত প্রচারপত্র বিলি করেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাথকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসম তিনি তাঁর আমলে নাচোল- গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার উন্নয়নের চিত্রও তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল হক, জলা পরিষদের সাবেক সদস্য নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটোন, নাচোল পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল পৌরসভার প্যানেল মেয়র তারিক রহমানসহ আওয়ামী লীগ ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
মু. জিয়াউর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি মহল ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনকে সামনে রেখে সকল ষড়যন্ত্রের বিুরদ্ধে নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।