শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩, ২০২৫ by

নাচোলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। অ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার দেশপ্রেম, সাহসিকতা, আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। বিএনপির এই নেতা আরো বলেন-শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্র নায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ। জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের অনেক উন্নতি হয়েছে, তিনি ছিলেন রাখাল রাজা, খাল খনন করে দেশের কৃষির উন্নয়ন ঘটিয়েছেন। আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সেক্রেটারি দুরুল হোদা, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলমেহেরাব, তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সেক্রেটারি আজিম উদ্দিন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ।

About The Author

শেয়ার করুন