Last Updated on ফেব্রুয়ারি ৪, ২০২৫ by
নাচোলে জামায়াত নেতা মিজানের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা।
মতবিনিময় সভায় ড. মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চায়। তিনি জানান, দলটির আমিরে জামায়াত বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করব না। আগামী নির্বাচনের জন্য জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। তিনি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু ও মতিউর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সহসভাপতি আবদুর রহমান মানিক, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জোহরুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিতি ছিলেন।