বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৩০, ২০২৫ by

নাচোলে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইফফাত জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় নাচোল গোডাউন পাড়ায় প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক এবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নুর কামাল। বিশেষ অতিথি ছিলেন- এনআরবিসি ব্যাংক নাচোল শাখার ম্যানেজার মাহফুজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাচোলের বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার জাহান বাবুল, আব্দুল ওয়াহাব ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আইউব আলী।
জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক এবাদ আলী জানান, সেন্টারের ২০ জন ছাত্রের মধ্যে জাপানে উচ্চশিক্ষার জন্য ফারুক হোসেন ও জাহিদ হাসান জাপানের ভিসাপ্রাপ্তির পর তাদের মধ্যে জাপানের ভিসা ও ভাষা শিক্ষার সনদ হস্তান্তর করা হয়। তারা জাপানের হিরোশিমা সিমোনসেকি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তির আমন্ত্রণ পেয়েছেন।

About The Author

শেয়ার করুন