চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক তৌহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ফটিক, পৌর সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হুদা। জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন ডনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেনÑ উপজেলা জাতীয় যুব সংহতির ক্রীড়া সম্পাদক হযরত আলী, এনজিও বিষয়ক সম্পাদক শ্রী দিলীপ মালি ও উপজেলা জাতীয় ছাত্রসমাজ সভাপতি নাসিম আলী। এতে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে মরহুম সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।