চাঁপইনবাবগঞ্জের নাচোলে জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নন সংস্থা আসুস এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও। প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। পরামর্শ সভায় সঞ্চালক ছিলেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেনÑ নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু ও নারী নেত্রী রঞ্জনা রানী।
সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতনিধি ও উপজেলার পিস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।