চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় নাচোল ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার মধ্য দিয়ে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুস সামাদ, ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল গনি, ও এমপিইপিআই বরজাহান আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, সপ্তাহ ব্যপি ৫ থেকে ১২বছর বয়সী প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।