চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় এ দাবি জানানো হয়। উপজেলা ছাত্রলীগ আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভায় বক্তারা বলেন, তাদের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মুক্তাদির রাজেসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেনন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রানা সারোয়ার হোসেন ও সাব্বির আহম্মেদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সইবুর রহমান, নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হুসেন মাসুদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেসবাহ, নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কসবা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বর্মন।
উল্লেখ্য, ৩ অক্টোবর নাচোল-রহনপুর রোডের অটোরিকশার চেইন মাস্টার রবিউল ইসলাম রবুর দায়ের করা একটি মামলায় ওই দিন সন্ধ্যায় নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হাসান উজ্জ্বল ও পৌর ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান শুভকে পুলিশ আটক করে এবং পরদিন তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।